সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭

💚 মাধ্যমিক ইতিহাসের উত্তর কিভাবে দেবে

১৷ছাত্রছাত্রীদের মধ্যে একটা ধারণা আছে, ইতিহাস মানে অনেক বেশি বেশি লেখা৷কিন্তু ভালো নম্বরের জন্য অধিক লেখার প্রয়োজন নেই৷ যথাযথ লিখলেই পুরো নম্বর পাবে৷ তাই তুমি যে প্রশ্নের উত্তর দিচ্ছ সেই প্রশ্নের নম্বর দেখে সেই অনুযায়ী উত্তর লেখাটাই বাঞ্ছনীয়৷




২৷মাধ্যমিকে ইতিহাসে ভালো নম্বর পাওয়ার জন্য ছোট প্রশ্নের যথাযথ এবং সঠিক উত্তর লেখা প্রয়োজন৷তাই ছোট প্রশ্নের সঠিক উত্তর দিতে পাঠ্যবই খুঁটিয়ে পড়াটা জরুরি৷
৩৷মাধ্যমিকে ইতিহাসের প্রশ্নপত্রে একটিই মাত্র বড় প্রশ্নের (১০ নম্বর) উত্তর দিতে হয়৷ বড় প্রশ্নের জন্য পাঠ্যবইয়ের পঞ্চম অধ্যায় (ভারতীয় রাজনীতি, ১৮৮৫-১৯১৪) এবং যষ্ঠ অধ্যায় (১৯১৪-১৯৩৯) দুটি ভালো করে পড়তে হবে৷ কারণ বিগত ১০ বছরের মাধ্যমিকের প্রশ্নপত্র দেখলে দেখা যাবে. এই দুই অধ্যায় থেকে প্রত্যেক বছর বড় প্রশ্ন আসে মাধ্যমিকের প্রশ্নপত্রে৷
৪৷এছাড়া ছাত্রছাত্রীদের প্রশ্ন নির্বাচনের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকা জরুরি৷প্রশ্ন নির্বাচনের উপর ভালো নম্বর ওঠা নির্ভর করে৷পার্ট নম্বর আছে এমন প্রশ্ন উত্তর দিলেই বেশি নম্বর পাওয়া যাবে৷
৫৷ এছাড়া ঐতিহাসিক নাম যদি মনে না পড়ে, তাহলে ভুল নাম লিখো না৷ না মনে পড়লে ‘জনৈক রাষ্ট্রনেতা’, এ রকম লিখতে পার৷
৬৷এছাড়া সাল-তারিখ লেখার সময় বিশেষ সতর্ক থাকতে হবে৷ সাল-তারিখ সঠিক লেখাটা বাঞ্ছনীয়৷
৭৷সময়ের ব্যাপারে সতর্ক থাকতে হবে৷ যেন এমন না হয়, প্রথমে বেশি বেশি লিখে শেষের দিকের প্রশ্নগুলির উত্তর লেখার সময় আর হাতে রইল না৷

২টি মন্তব্য: