❖ ক্যালকুলেটর ছাড়া যে কোন
সংখ্যাকে 5 দিয়ে ভাগ করার টেকনিক
============================
টেকনিকঃ 5 দিয়ে যে সংখ্যাকে
ভাগ করবেন তাকে 2 দিয়ে গুণ করুন
তারপর ডানদিক থেকে 1 ঘর আগে
দশমিক বসিয়ে দিন, কাজ শেষ।
(০১) 13/5= 2.6) (13*2=26)
(০২) 213/5=42.6
(০৩) 0.03/5= 0.006
(০৪) 333,333,333/5 = 66,666,666.6
(০৫) 12,121,212/5= 2,424,242.4
------------------------------------------
❖ ক্যালকুলেটর ছাড়া যে কোন
সংখ্যাকে 25 দিয়ে ভাগ করার টেকনিক।
===========================
টেকনিকঃ 25 দিয়ে যে সংখ্যাকে
ভাগ করবেন তাকে 4 দিয়ে গুণ করুন
তারপর ডানদিক থেকে 2 ঘর আগে
দশমিক বসিয়ে দিন। কাজ শেষ!!!
০১. 210/25 = 8.40 (210*4=840)
০২. 0.03/25 = 0.0012
০৩. 222,222/25 = 8,888.88
০৪. 13,121,312/25 = 524,852.48
------------------------------------------
❖ ক্যালকুলেটর ছাড়া যে কোন
সংখ্যাকে 125 দিয়ে ভাগ করার একটি
টেকনিক।
============================
টেকনিকঃ 125 দিয়ে যে সংখ্যাকে
ভাগ করবেন তাকে 8 দিয়ে গুণ করুন
তারপর ডানদিক থেকে 3 ঘর আগে
দশমিক বসিয়ে দিন। কাজ শেষ!!!
(০১) 7/125 = 0.056 (7*8=56)
(০২) 111/125 = 0.888
(০৩) 600/125 = 4.800
💚 আপনাদের মুল্যবান মতামত আমার কাজের অনুপ্রেরনার খোরাক।তাই অবশ্যই মতামত দিতে ভুলবেন না।
উত্তরমুছুনdarun
উত্তরমুছুনThanks #Salim Vai
মুছুনThanks #BubaiBabu
উত্তরমুছুনWaiting for more...........
উত্তরমুছুনTrying #Ghosal Babu
মুছুন