১৷ ভৌতবিজ্ঞানের বিগত বছরগুলির প্রশ্নপত্র লক্ষ করলে দেখা যাবে, এই বিষয়ে খুব ছোট প্রশ্ন থাকে৷ তাই এই ছোট প্রশ্নের উত্তর দিতে পাঠ্যবইয়ের উপর জোর দিতে হবে৷
২৷পাশাপাশি, ভৌতবিজ্ঞানের বিগত বছরের প্রশ্নপত্রে দেখা যাবে, মহাকর্ষ-অভিকর্ষ এবং কার্য-ক্ষমতা-শক্তি, এই অধ্যায় দুটি থেকে বেশ কয়েকটি করে প্রশ্ন থাকে৷ তাই বিশেষ গুরুত্ব দিয়ে আজ রাতে এই অধ্যায় দুটি আবার ঝালিয়ে নেওয়া ভালো৷
৩৷পাশাপাশি ৮০ শতাংশের উপর নম্বর পেতে হলে শুধু উত্তর দেওয়া নয়, সেই সঙ্গে ছবি আঁকার উপর জোর দিতে হবে ছাত্রছাত্রীদের৷তাহলেই খুব সহজে ভালো নম্বর উঠবে৷
৪৷এছাড়া,পার্ট নম্বর আছে এমন প্রশ্নের উত্তর দেওয়াই বুদ্ধিমানের কাজ৷তাই ভালো নম্বর পেতে ছাত্রছাত্রীদের পার্ট নম্বর আছে এমন প্রশ্নের উত্তর দেওয়া বাঞ্ছনীয়৷
৫৷ভালো নম্বর পেতে বানানের ব্যাপারে সতর্ক থাকতে হবে৷ অতিরিক্ত বানান ভুল ভালো নম্বর পাওয়ার ক্ষেত্রে বড় অন্তরায়৷তাই এদিকে সতর্ক থাকতে হবে ছাত্রছাত্রীদের৷
৬৷প্রশ্নের উত্তরে বেশি লেখার চেষ্টা না করে, সঠিক জবাবটি টু দা পয়েন্ট লেখাই ভালো৷তাতে নম্বর বাড়বে৷
২৷পাশাপাশি, ভৌতবিজ্ঞানের বিগত বছরের প্রশ্নপত্রে দেখা যাবে, মহাকর্ষ-অভিকর্ষ এবং কার্য-ক্ষমতা-শক্তি, এই অধ্যায় দুটি থেকে বেশ কয়েকটি করে প্রশ্ন থাকে৷ তাই বিশেষ গুরুত্ব দিয়ে আজ রাতে এই অধ্যায় দুটি আবার ঝালিয়ে নেওয়া ভালো৷
৩৷পাশাপাশি ৮০ শতাংশের উপর নম্বর পেতে হলে শুধু উত্তর দেওয়া নয়, সেই সঙ্গে ছবি আঁকার উপর জোর দিতে হবে ছাত্রছাত্রীদের৷তাহলেই খুব সহজে ভালো নম্বর উঠবে৷
৪৷এছাড়া,পার্ট নম্বর আছে এমন প্রশ্নের উত্তর দেওয়াই বুদ্ধিমানের কাজ৷তাই ভালো নম্বর পেতে ছাত্রছাত্রীদের পার্ট নম্বর আছে এমন প্রশ্নের উত্তর দেওয়া বাঞ্ছনীয়৷
৫৷ভালো নম্বর পেতে বানানের ব্যাপারে সতর্ক থাকতে হবে৷ অতিরিক্ত বানান ভুল ভালো নম্বর পাওয়ার ক্ষেত্রে বড় অন্তরায়৷তাই এদিকে সতর্ক থাকতে হবে ছাত্রছাত্রীদের৷
৬৷প্রশ্নের উত্তরে বেশি লেখার চেষ্টা না করে, সঠিক জবাবটি টু দা পয়েন্ট লেখাই ভালো৷তাতে নম্বর বাড়বে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন