রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭

💚 অঙ্ক না গোলাপ,কোনটি ভালোবাসেন? আসলে গোলাপেও অঙ্ক আছে



অবাক প্রকৃতি

গোলাপ  ফুলের পাপড়ি ছিঁড়েছেন কখনো? ছিঁড়লেও নিশ্চয়ই গুণে দেখেন নি, কয়টা পাপড়ি থাকে। ১৩, ২১, ৩৪, ৫৫ কিংবা ৮৯ টা। কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সব ফুলই এই নিয়ম মেনে চলে। অদ্ভুত মনে হচ্ছে? আসুন আরো সারপ্রাইজ অপেক্ষা করছে। আপনি সায়েন্স হন আর আর্টস হন, অঙ্কে দুর্বল হন, বা পারদর্শী হন খুব সহজেই হিসাবটা করতে পারেন।০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ৫৫, ৮৯, ১৪৪, ২৩৩, ৩৭৭…… এই যে সংখ্যাগুলো, এদেরকে বলা হয় ফিবোনাচ্চি সংখ্যা। অর্থাৎ, আগের সংখ্যার সাথে পরের সংখ্যাটা যোগ করলেই আরেকটি ফিবোনাচ্চি সংখ্যা পাওয়া যায়।বিস্তারিত পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুণ।
=>=>ক্লিক করুণ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন