পড়ছো কিন্তু ভুলে যাচ্ছো?
এমনই হয় বেশ কিছু ছাত্র- ছাত্রীর সাথে। কিভাবে মনে রাখবো ভেবে পাচ্ছোনা,এদিকে পরীক্ষাও বেশীদেরি নাই। নিজেকেও বিরক্ত লাগছে,পড়া ভুলে যাওয়ার জন্য ;তাহলে এসো পড়া মনে রাখার কিছু প্রয়োজনীয় টিপস্---
১.যতক্ষণ পড়বে মন দিয়ে পড়বে,পড়ার সময় কোনো কিছু মাথায় ঘোরাবে না। আর যেটুকু পড়লে ,সেখান থেকে যতগুলো প্রশ্ন হয় তা খাতায় লিখে ফেলো,এবার ওই প্রশ্ন গুলোর উত্তর করো।উত্তর করা হয়ে গেলে,নিজে নিজেই তা পরীক্ষা করো বই দেখে।যদি তোমার উত্তর গুলো টু দ্যা পয়েন্ট হয়নি বলে তোমার মনে হয়,তাহলে ওই অংশটি আরো একবার ভালো করে পড়ো এবং ওই প্রশ্নগুলো নিজের মুখে মুখে উত্তর দাও,দেখবে আগের চেয়ে আরো ভালো উত্তর হয়েছে।এভাবে পড়লে মনেও থাকবে বহু দিন।
এমনই হয় বেশ কিছু ছাত্র- ছাত্রীর সাথে। কিভাবে মনে রাখবো ভেবে পাচ্ছোনা,এদিকে পরীক্ষাও বেশীদেরি নাই। নিজেকেও বিরক্ত লাগছে,পড়া ভুলে যাওয়ার জন্য ;তাহলে এসো পড়া মনে রাখার কিছু প্রয়োজনীয় টিপস্---
১.যতক্ষণ পড়বে মন দিয়ে পড়বে,পড়ার সময় কোনো কিছু মাথায় ঘোরাবে না। আর যেটুকু পড়লে ,সেখান থেকে যতগুলো প্রশ্ন হয় তা খাতায় লিখে ফেলো,এবার ওই প্রশ্ন গুলোর উত্তর করো।উত্তর করা হয়ে গেলে,নিজে নিজেই তা পরীক্ষা করো বই দেখে।যদি তোমার উত্তর গুলো টু দ্যা পয়েন্ট হয়নি বলে তোমার মনে হয়,তাহলে ওই অংশটি আরো একবার ভালো করে পড়ো এবং ওই প্রশ্নগুলো নিজের মুখে মুখে উত্তর দাও,দেখবে আগের চেয়ে আরো ভালো উত্তর হয়েছে।এভাবে পড়লে মনেও থাকবে বহু দিন।