শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯

সাধারণ ভূগোলের ১০০ টি প্রশ্নোত্তর

১. ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উঃ লিওপারগেল।
২. মাউন্ট এভারেস্টের সরকারি নাম কী?
উঃ পি১৫।
৩. ভারতের কোন মশলা সবচেয়ে দামী?
উঃ জাফরান (কাশ্মীরে চাষ হয়)।
৪. ভারতের বিষয় ভিত্তিক মানচিত্র কারা তৈরি করে?
উঃ ন্যাটমো।
৫. ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কী?
উঃ ল্যাডোগা।
৬. বিশ্বের সবচেয়ে লবণাক্ত হ্রদের নাম কী?
উঃ ভ্যান গোলু (তুরস্ক)।
৭. কোন পর্বতকে জাপানের আল্পস বলে?
উঃ হিডা পর্বত।
৮. প্রবাল ও সামুদ্রিক প্রাণীর সঞ্চিত দেহজাত বালুকণাকে কি বলে?
উঃ ওপেল।
৯. কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক চা রপ্তানি করা হয়?
উঃ কলকাতা।
১০. মেক্সিকোর ‘মায়া’ হ্রদ কি নামে পরিচিত?
উঃ বোলসন।
১১. শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টি হয়?
উঃ স্ট্র্যাটোকিউমুলাস।
১২. গরমপানি অভয়ারণ্য কোথায় দেখা যায়?
উঃ আসাম।
১৩. কোন্ প্রনালীর মধ্যদিয়ে আন্তর্জাতিক তারিক রেখা কল্পনা করা হয়েছে?
উঃ বেরিং প্রনালি।
১৪. লুনী গতিপথ কোথায় শেষ হয়েছে?
উঃ কচ্ছের রণে।
১৫. ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কী?
উঃ কুঞ্চিকুল (কর্ণাটকা)।
১৬. পৃথিবীর কোন্ দেশে মধ্যরাতে সূর্য দেখা যায়?
উঃ নরওয়ে।
১৭. ভারতের কোন হ্রদের জল সবচেয়ে লবনাক্ত?
উঃ সম্বর।
১৮. সাইকোমিটার কি?
উঃ আপেক্ষিক আদ্রতা মাপার যন্ত্র।
১৯. কোন্ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ‘তিরিচমির’?
উঃ হিন্দুকুশ।
২০. পশ্চিমবঙ্গের একটি গিরিপথের নাম কি?
উঃ বক্সাদুয়ার।
২১. ভারতের একটি পোল্ডার ভূমি অঞ্চলের নাম কী?
উঃ সুন্দরবন।
২২. আন্দামান ও নিকবর দ্বীপপুঞ্জের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি?
উঃ মায়ানমার।।
২৩. লবণ উৎপাদনে কোন রাজ্য প্রথম?
উঃ গুজরাট।
২৪. টিস্যু কাগজ তৈরি হয় কোথায়?
উঃ হুগলীর ত্রিবেণীতে।
২৫. পৃথিবীর বৃহত্তম আগ্নেয় হ্রদ কোনটি?
উঃ টোবা।
২৬. স্তেপ তৃণভূমি অঞ্চলে কোন মাটি দেখা যায়?
উঃ চারনোজেম।
২৭. ভারতের দক্ষিণীতম পাহাড়ের নাম কী?
উঃ পালানি।
২৮. OPEC-গঠিত হয় কবে?
উঃ ১৯৬০।
২৯. হড়পা বানের কারন কী?
উঃ মেঘ ভাঁঙা বৃষ্টি।
৩০. ফ্রান্সের ভোজ কোন ধরণের পর্বতের উদাহরণ?
উঃ স্তুপ পর্বত।
৩১. বিহারের পরেশনাথ কোন জাতীয় পর্বত?
উঃ ক্ষয়জাত পর্বত।
৩২. বাব-এল-মান্দের প্রনালীটি কোন্‌ মহাসাগরে অবস্থিত?
উঃ ভারত।
৩৩. ‘ডলফিন নোজ’ দেখা যায় কোন বন্দরে?
উঃ বিশাখাপত্তনম।
৩৪. টিম্বা কী?
উঃ একপ্রকার বালির পাহাড়।
৩৫. উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কত ডিগ্রি?
উঃ ৯০ ডিগ্রি।
৩৬. পশ্চিমঘাট পর্বত কি জাতীয় পর্বতের উদাহরণ?
উঃ তীর্যক স্তুপ পর্বত।
৩৭. পভ বাঁধ কোন নদীতে দেখা যায়?
উঃ বিপাশা নদী।
৩৮. কালাহারি থেকে দক্ষিন আফ্রিকায় প্রবাহিত উষ্ণ বায়ুর নাম কী?
উঃ বার্গ।
৩৯. আশ্বিনের ঝর কোন ঋতুতে দেখা যায়?
উঃ শরৎ।
৪০. জাপোটি গাছের আঠা কোন কাজে লাগে?
উঃ ভুইংগাম তৈরি হয়।
৪১. ডুয়ার্সের উত্তরে কোন পাহাড় দেখা যায়?
উঃ বক্‌সা ও জয়ন্তী।
৪২. ‘কোকোনর’ হ্রদটি কোন দেশে অবস্থিত?
উঃ চিন।
৪৩. গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম কী?
উঃ ম্যানোমিটার।
৪৪. ভারত ও শ্রীলঙ্কা কোন উপসাগর দ্বারা বিচ্ছিন্ন?
উঃ মান্নান উপসাগর।
৪৫. বায়ুদুষণ নিয়ন্ত্রনের একটি অতিক্ষুদ্র জীবের নাম কী?
উঃ লিচেন।
৪৬. শীতকালের তুলনার গরমকালে বায়ুতে শব্দের বেগ বাড়ে কেন?
উঃ তাপমাত্রা বাড়লে বায়ুতে শব্দের বেগ বাড়ে।
৪৭. ‘বারমুডা’ কোন মহাসাগরে অবস্থিত?
উঃ আটলান্টিক মহাসাগরে।
৪৮. তিমি মাছের শ্বাসযন্ত্রের নাম কী?
উঃ বায়ুথালি।
৪৯. পশ্চিমবঙ্গের সাথে কটি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
উঃ তিনটি।
৫০. সুপার সিটির তালিকায় ভারতের কোন দুটি শহর আছে?
উঃ মুম্বাই ও দিল্লি।
আরও পড়তে পারেন-
৫১. মহাকাশে প্রথম কোন ফুল ফুটেছে?
উঃ জিনিয়া।
৫২. ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ নিউ ইয়র্ক।
৫৩. রাজ্য পুনর্গঠন আইন পাশ করা হয় কবে?
উঃ ১৯৫৬ সালে।
৫৪. সমুদ্রবায়ুর গতিবেগ কথন বৃদ্ধি পায়?
উঃ সন্ধের দিকে।
৫৫. পারদের গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস?
উঃ -৩৮.৮৩ ডিগ্রি।
৫৬. কয়না জলাধারে কত সালে ভুমিকম্প হয়েছিল?
উঃ ১৯৬৭।
৫৭. ভুটানের উচ্চতম শৃঙ্গের নাম কি?
উঃ কুলা কাংড়ি।
৫৮. ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি?
উঃ দার্জিলিংয়ের সিদ্রাপং।
৫৯. কোন গিরিপথ দিয়ে কাশ্মীর উপত্যকা থেকে লেহ তে যাওয়া যায়?
উঃ জোজিলা।
৬০. ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরন্যের নাম কী?
উঃ ওড়িশার ভিতরকণিকা।
৬১. উলফ্রাস কী?
উঃ একপ্রকার খনিজ আকরিক।
৬২. ফিন্ডল্যান্ড ও পূর্ব স্ক্যান্ডিনেভিয়ার পাথুরে জমিকে কি বলে?
উঃ বাল্টিক শিল্ড।
৬৩. ব্যাবিলন শহর কোন নদী উপত্যকায় গড়ে উঠেছে?
উঃ ইউফ্রেটিস।
৬৪. দ্বারকা কোন রাজ্যের অন্তর্গত?
উঃ গুজরাট।
৬৫. পুলিকট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উঃ তামিলনাডু।
৬৬. সপ্ত প্যাগোডার দেশ কাকে বলে?
উঃ মহাবলীপুরম।
৬৭. নদ-নদী বিষয়ক আন্তর্জাতিক গবেষণা সংস্থার নাম কী? এটি কোথায় অবস্থিত?
উঃ ইন্টারন্যাশানাল রিভার ইন্সটিটিউট, ফিলিপিন্সে।
৬৮. বাদামি কয়লা কাকে বলে?
উঃ লিগনাইট।
৬৯. রামধনুকে কখন গোলাকার দেখায়?
উঃ এরোপ্লেন থেকে।
৭০. আফ্রিকার এম্ফুমবিয়ো পর্বতে অবস্থিত একটি জিবন্ত আগ্নেয়গিরির নাম কী?
উঃ ফিরুঙ্গা।
৭১. লোহিত সাগরের উপকুলে অবস্থিত পূর্ব আফ্রিকার ভূ-ভাগ কে কি বলে?
উঃ এরিত্রিয়া।
৭২. মিশরের ‘সাদা সোনা’ কাকে বলে?
উঃ তুলোকে।
৭৩. সাইল্যান্ট ভ্যালি কোথায় অবস্থিত?
উঃ কেরলে।
৭৪. শদ ও কম্পন প্রতিরোধে কোন গাছের কাঠ ব্যবহুত হয়?
উঃ বানসা বৃক্ষ।
৭৫. ভারতের কোথায় সৌরপুকুর থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়?
উঃ পুডুচেরিতে।
৭৬. ভারতে কত সালে চা চাষ শুরু হয়?
উঃ ১৮৩৪।
৭৭. ভারত কবে গ্যাট চুক্তি স্বাক্ষর করে?
উঃ ১৯৯৪ খ্রিঃ ১৫ এপ্রিল।
৭৮. সুন্দা খাত কোন মহাসাগরে অবস্থিত?
উঃ ভারত।
৭৯. মোনাজাইট বালুকা কোথায় পাওয়া যায়?
উঃ মালাবার উপকুলে।
৮০. নিখিল বিশ্বকে সম্পদ বলে মনে করার দৃষ্টিকোণটি কী নামে পরিচিত?
উঃ রিসোর্সিজম্‌।
৮১. শ্বেত অভ্রের আর এক নাম কী?
উঃ মাস্কোভাইট।
৮২. ভারতের প্রাচীনতম জলবিদ্যুত কেন্দ্র কোনটি?
উঃ সিদ্রাপঙ।
৮৩. স্থির জলাশয়ের বাস্তুতন্ত্রকে কি বলে?
উঃ লেন্টিক।
৮৪. ঋতু নিয়ন্ত্রিত পশুচারণকে কি বলে?
উঃ ট্রানহিউম্যান্স।
৮৫. ‘ইউরোপের মরুভূমি’ কোন দেশ কে বলে?
উঃ বেলজিয়াম।
৮৬. পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গটির নাম কী?
উঃ মাউন্ট কমিউনিজম (৭৫০০মিটার)।
৮৭. বৃহত্তম কয়ালের নাম কী?
উঃ ভেম্বনাথ।
৮৮. সমুদ্র তলদেশের গভীরতা পরিমাপের একক কী?
উঃ ফ্যাদম।
৮৯. পৃথিবীর কৃত্রিম রবারের রাজধানী কাকে বলে?
উঃ অ্যাক্রনকে।
৯০. দক্ষিন গোলার্ধের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উঃ অ্যাকাঙ্কাগুয়া।
৯১. পম্পাস অঞ্চলের আদিম উপজাতিদের নাম কী?
উঃ রেড ইন্ডিয়ান।
৯২. ইউরোপ মহাদেশের বৃহত্তম নদীর নাম কী?
উঃ ভলগা।
৯৩. মারে-ডার্লিং অঞ্চলটি কি শিলা দ্বারা গঠিত?
উঃ পাললিক শিলা।
৯৪. কুমেরু মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরির নাম কী?
উঃ মাউন্ট ইরেবাস।
৯৫. নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বৃষ্টিপাত হয়?
উঃ পরিচলন বৃষ্টি।
৯৬. ‘খোন্দ’ কোন অঞ্চলের উপজাতী?
উঃ ওড়িশা।
৯৭. ডোডোমা কোন দেশের রাজধানী?
উঃ তানজানিয়া।
৯৮. ‘রেনুকুট’ কী জন্য বিখ্যাত?
উঃ অ্যালুমিনিয়াম শিল্পের জন্য।
৯৯. আফ্রিকার দুটি পূর্ব্বাহিনী নদীর নাম কী?
উঃ অরেঞ্জ ও জাম্বেসি,
১০০. পৃথিবীর শ্রেষ্ঠ তামা রপ্তানিকারক দেশ কোনটি?
উঃ চিলি।

বুধবার, ২ মে, ২০১৮

বিশ্ব ভূগোল - সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর

1. কোন দেশ পারস্য হিসাবেও পরিচিত? 
উত্তর: ইরান
2.কিলিমানজারো পর্বতটি কোথায় অবস্থিত?
উত্তর: তানজানিয়া
3.গ্র্যান্ড ক্যানিয়নের মাধ্যমে কোন প্রধান নদী প্রবাহিত হয়?
উত্তর: কলোরাডো নদী
4.চীনের উত্তর-পূর্ব অংশ কোন নতুন নাম দেওয়া হয়েছে?
উত্তর: মানচুরিয়া
5.জাপানের প্রধান দ্বীপটি কি?
উত্তর: হংসহু
6.ব্রেনেনবুর্গ গেট কোন শহরে অবস্থিত?
উত্তর: বার্লিন
7. লিমেরিক শহরটি কোন দেশে অবস্থিত?
উত্তর: আয়ারল্যান্ড
8. কোন সুপরিচিত পর্বত পাস পাকিস্তান এবং আফগানিস্তান সংযুক্ত?
উত্তর: খাইবার পাস
9. 1883 সালে টিএনটি এর 200 মেগাটন বাহিনীর সাথে কোন আগ্নেয়গিরির বিস্ফোরন হয়?
উত্তর: ক্র্যাকটোয়া
10. ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম কোন প্রধান শহরের কাছাকাছি অবস্থিত?
উত্তর: ম্যানচেস্টার
11. সিলন কোন দেশের নাম জানেন?
উত্তর: শ্রীলংকা
12. কোন শহরকে এখন নতুন আমস্টারডাম বলা হয়?
উত্তর: নিউ ইয়র্ক সিটি
13. কোন উপত্যকা পৃথিবীর সর্বোচ্চ রেকর্ডকৃত তাপমাত্রার স্থান( 134 ডিগ্রি ফারেনহাইট) ?
উত্তর: ডেথ ভ্যালি
14. আলেকজানিয়া ও সার্বিয়া কোন উপদ্বীপে অবস্থিত?
উত্তর: বলকান
15. পাকিস্তানের দীর্ঘতম নদী কি?
উত্তর: সিন্ধু নদী
16. মরক্কো এবং স্পেনের মধ্যে কোন সংঘাতের সৃষ্টি?
উত্তর: জিব্রাল্টার স্ট্রিপ্ট
17. পৃষ্ঠভূমির সাহায্যে আফ্রিকার বড় বড় হ্রদের বৃহত্তমটি কি?
উত্তর :ভিক্টোরিয়া
18. কোন দেশে প্রায়ই বুট মত আকৃতির হিসাবে বর্ণিত হয়?
উত্তর :ইতালি
19. ভূমধ্য সাগরের বৃহত্তম দ্বীপটি কি?
সিসিলি
20. কি নীল লাল এবং ভূমধ্য সাগর সংযুক্ত?
সুয়েজ খাল
21. বিশ্বের সবচেয়ে বড় অনাথ এবং পরিত্যক্ত শিশু দাতব্যের নাম কি?
উত্তর: এসওএস চিলড্রেনের গ্রামগুলি ইউকে
22. আইসল্যান্ড এভিয়েশন সার্ভিস কোন সরকার চালিত এয়ারলাইন্স?
উত্তর: মালদ্বীপ
24. হিলারী-তেনজিং বিমানবন্দর কোন দেশে অবস্থিত?
উত্তর: নেপাল
24. পশ্চিমা ক্লাসিক সঙ্গীতের কব্জাটি কি 'সঙ্গীত ভূমি' নামে পরিচিত?
উত্তর: অস্ট্রিয়া
25. বিশ্বের কোন দেশ বৃহত্তর ডিম উৎপাদক?
উত্তর: চীন

শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭

চাইল্ড সাইকোলজির ওপর শতাধিক প্রশ্নোত্তর

১.আধুনিক ভারতীয় শিক্ষার মূল লক্ষ্য কী ? উত্তরঃ মানব সম্পদ উন্নয়ন ।
 ২.iঅনুবর্তন বলতে কি বোঝায় ? উত্তরঃ স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে যদি নিরপেক্ষ উদ্দীপকটি প্রাণীর কাছে একাধিকবার হাজির করা হয়, তবে স্বাভাবিক উদ্দীপকের স্বাভাবিক প্রক্রিয়াটি বিকল্প উদ্দীপকের সঙ্গে এক হয়ে যায় । এই বিশেষ প্রক্রিয়াকেই অনুবর্তন বলে ।
 ৩.অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা কে ছিলেন ? উত্তরঃ আমেরিকার মনোবিদ B.F. Skinner.
৪.কৈশরের দুটি গুরুত্বপূর্ণ চাহিদার উল্লেখ কর । উত্তরঃ আত্মপ্রকাশের চাহিদা, দল গঠনের চাহিদা, খাদ্যের চাহিদা, যৌন চাহিদা । ।
 ৫.শিক্ষা হচ্ছে মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ প্রকাশ- বক্তা কে ? উত্তরঃ বিবেকানন্দ ।
 ৬.বাংলার নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয় ? উত্তরঃরাজা রামমোহন রায়কে ।
 ৭.কোন রাশিয়ান শরীরতত্ত্ববিদ অনুবর্তনের ওপর সর্ব প্রথম গভেষনা করেন ? উত্তরঃপ্যাভলভ ।
 ৮.প্যাভলভের পরীক্ষার অস্বাভাবিক উদ্দীপকটি কী ? উত্তরঃ ঘণ্টাধ্বনি ।
 ৯.স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতা সংক্রান্ত মতবাদটি কী নামে পরিচিত? উত্তর: দ্বি উপাদান তত্ব ।
 ১০.আধুনিক মানসিক ক্ষমতা তত্ত্বের প্রবর্তক কে ? উত্তরঃ চার্লস স্পিয়ারম্যান ।
 ১১.মানসিক ক্ষমতার বহু উপাদান তত্ত্বের প্রবর্তক কে ? উত্তরঃ এল,এল, থার্স্টোন ।
 ১২.কত খ্রিস্টাব্দে স্পিয়ারম্যান –দ্বি-উপাদান তত্ত্ব প্রকাশ করেন ? উত্তরঃ ১৯০৪খ্রিস্টাব্দে ।
Q.স্পিয়ারম্যানের মতে ক্ষমতার দুটি উপাদান কী কী ? উত্তরঃ সাধারণ মানসিক ক্ষমতা (G) বিশেষ মানসিক ক্ষমতা (S)
 Q.প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল বলতে কি বোঝায় ?উত্তরঃ প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের প্রবক্তা মনোবিদ থর্নডাইকের মতে যে-কোন শিখন প্রক্রিয়া বারবার প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে সম্ভব হয়ে থাকে । এই প্রক্রিয়ায় নির্ভুল প্রক্রিয়াটি চিহ্নিত করা হয় এবং ভুল প্রচেষ্টাগুলিকে পরিত্যাগ করা হয় ।
Q. ‘শিক্ষার’ শব্দের বুৎপত্তিগত অর্থ কী ? উত্তরঃ ‘শিক্ষার’ শব্দটি এসেছে সংস্কৃত ‘শাস’ ধাতু থেকে, যার অর্থ ‘শাসন করা’ ।
Q.শিক্ষায় ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কোন মনোবৈজ্ঞানিক নীতির উপর প্রতিষ্টিত? উত্তরঃ আত্মপ্রকাশনা ও আত্মসংরক্ষণ নীতি ।
Q.‘গেস্টাল্ট’ শব্দের অর্থ কী ? উত্তরঃ সম্পূর্ণ আকার ।
 কোন চাহিদার দরুন শিশু আজগুবি কাহিনী শোনা পছন্দ করে ? উত্তরঃ কল্পনা প্রবণতার জন্য ।
Q.কাদের শিক্ষার জন্য টকিং বুক বা শব্দ সৃষ্টিকারী বই ব্যবহার করা হয়?উত্তরঃ অন্ধদের জন্য ।
Q.‘এমিল’ গ্রন্থের মূল রচয়িতা কে ? উত্তরঃ রুশো ।
Q.রবীন্দ্রনাথের মতে শিক্ষার মাধ্যম কী হওয়া উচিত ? উত্তরঃ মাতৃভাষা ।
Q.রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? উত্তরঃ ১৯২১ সালে ।
Q.স্ট্যানলি হল কৈশরকালকে কী বলেছেন ? উত্তর: ‘Adolescence is a period of great stern and strain, storm and strive’ বা, ঝ্ড়-ঝঞ্জার ও ক্লেশের কাল ।
Q.অনুবন্ধ (Correlation) কী ?উত্তর: বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক ।
Q.প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য কী ছিল ? উত্তরঃ মোক্ষ লাভ ।
Q.সঞ্চালকমূলক পদ্ধতির প্রবর্তক কে ? উত্তরঃ পিরিয়ার ।
Q.স্কোর কাকে বলে ? উত্তরঃ ব্যক্তির শিক্ষাগত বু্ৎপত্তির পরিমাপকে যখন সংখ্যায় বা অংকের সাহায্যে প্রকাশ করা হয়, তখন তাকে স্কোর বলা হয় ।
Q.রাশিবজ্ঞানের কোন চিহ্ন দ্বারা যোগফল বোঝানো হয় ? উত্তরঃ € ।
Q.ভারতীয় সংবিধানের সূচনা কী দিয়ে ? উত্তর: “We the People of India”…(আমরা ভারতীয় জনগণ) ।
Q.কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ একক কী ? উত্তর: বিট ।
 কোন্ মনোবিজ্ঞানী ‘অ্যালবার্ট ‘ নামে শিশুর ওপর গবেষণা করেন ? উত্তর: ওয়াটসন ।
 নারীশিক্ষা ভাণ্ডার কে গঠন করেন ? উত্তরঃ বিদ্যাসাগর ।
Q. ‘Das Capital’ বইটির লেখক কে ? উত্তরঃ কার্ল মার্কস ।
Q.মাতৃভাষাকে কে মাতৃ দুগ্ধের সঙ্গে তুলনা করেছেন ? উত্তরঃ রবীন্দ্রানাথ ঠাকুর ।
Q.কোন ফরাসি গণিতজ্ঞ কম্পিউটার আবিষ্কার করেন/Q.কম্পিউটারের জনক কে ? উত্তরঃ চার্লস ব্যাবেজ ।
Q. “আত্মানাং বিদ্ধি” কথাটির অর্থ কী ? উত্তরঃ নিজেকে জানো ।
Q.কলকাতা মেডিক্যাল কলেজ কবে স্থাপিত হয় ? উত্তরঃ ১৮৩৫ সালে ।
Q.সতীদাহ প্রথা কে রদ করেন ? উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিংক রাজা রাম মোহন রায়ের প্রচেষ্টায়(১৮২৯)।
Q.রাধাকৃষ্ণাণ কমিশন কবে গঠিত হয় ? উত্তর: ১৯৪৮-৪৯ সালে ।
Q.মূক ও বধিরদের জন্য সঞ্চালক মূলক পদ্ধতির প্রবর্তক কে ? উত্তরঃ পিরিয়ার ।
‘Q.বর্ণ পরিচয়’ ও ‘বোধোদয়’ এর প্রনেতা কে ছিলেন ? উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
Q.কোন শিক্ষাবিদ ঠোঁট নাড়ার কৌশল এবং ঠোঁট নাড়া দেখে ভাষা বোঝার কৌশল আবিষ্কার করেন ? উত্তরঃ পাবলো বনে ।
Q.হিস্টোগ্রাম কাকে বলে ? স্কোরগুলিকে শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে যে স্তম্ভ লেখচিত্র পাওয়া যায় তাকে হিস্টোগ্রাম বলে ।
Q.বিদ্যাসাগর কবে সংস্কৃত কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন ? উত্তরঃ ১৮৫১, ১২ জানুয়ারি ।
Q.শ্রেনি ব্যবধান কাকে বলে ? উত্তরঃ ফ্রিকোয়েন্সি বন্টনের বিভিন্ন স্কোরগুলিকে যখন নির্দিষ্ট মান অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে সাজানো হয়, তখন তাদের দূরত্বকে শ্রেনি ব্যবধান বলে ।
Q.ব্যক্তিগত বৈষম্য বলতে কী বোঝ ? উত্তরঃ মানুষের একে অন্যের মধ্যে জ্ঞান , বোধ, ব্যক্তিত্ব প্রবৃত্তির মধ্যে যে পার্থক্য ।
Q.ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংখ্যালঘুদের শিক্ষার কথা বলা হয়েছে ? উত্তরঃ ৩০ নং ধারায় ।
Q. ‘Education and Man’ বইটির লেখক কে? উত্তরঃ ডিউই ।
Q.শিক্ষার লক্ষ্য বা, উদ্দেশ্য সম্পর্কে রুশোর অভিমত কী ছিল ? উত্তরঃ শিক্ষার্থীকে জীবনসংগ্রামে উপযোগী করে গড়ে তোলা ।
Q.সংযোজনবাদ তত্ত্বের দুটি উপাদান কী কী ? উত্তরঃ উদ্দিপক ও প্রতিক্রিয়া ।
 সাধারণধর্মী শিক্ষার একটি বৈশিষ্ট্য উল্লেখ কর । উত্তরঃ এই শিক্ষা পুঁথিকেন্দ্রিক ।
Q.কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্রটি কী ? উত্তরঃ মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, ইংরেজি ভাষা ও মাতৃভাষা ছাড়া অপর যেকোন একটি ভারতীয় ভাষা।
Q.কম্পিঊটারের মাধ্যমে শিক্ষার প্রথম প্রোগ্রামটির নাম হল – BASIC
 Q.আরনেষ্ট জোন্স জীবন বিকাশের স্তরকে ভাগ করেছেন- চারটি ভাগে ।
Q.১৯৬৪-৬৬ সালে গঠিত কোঠারি কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন- ডি, এস, কোঠারী ।
Q.নিখিল ভারত কারিগরি শিক্ষা সমিতি স্থাপিত হয় -১৯৪৫ সালে ।
Q.ফ্রিকোয়েন্সি বণ্টনের সর্বোচ্চ স্কোর ও সর্ব নিম্ন স্কোরের মধ্যে পার্থক্যকে বলে -বিস্তৃতি ।
Q.মূখ ও বধিরদের শিক্ষার জন্য মৌখিক পদধতি (Oral Method) প্রবর্তন করেন -জুয়ান পাবলো বনে ।
Q.ব্রেইল পদ্ধতি কোন ধরনের শিক্ষার্থীদের শিক্ষণ পদ্ধতি হিসাবে ব্যবহৃত হয় ? -অন্ধ শিক্ষার্থীর ।
Q.ব্রহ্মসমাজ প্রতিষ্ঠা করেন -রাজা রামমোহন রায় ।
Q.প্রক্ষোভিক অনুবর্তনের ওপর পরীক্ষা করেন-প্যাঁভলভ ।
Q.মানবজীবনে বিকাশ শুরু হয় – মাতৃগর্ভ থেকে ।
Q.বিশেষধর্মী শিক্ষার প্রতিষ্ঠান হল- বিশ্ব বিদ্যালয়/মেডিকেল কলেজ/সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান ।
Q.সাধারণধর্মী শিক্ষার শিক্ষালয় হল – প্রাথমিক বিদ্যালয় ।
Q.রামমূর্তি কমিটি গঠন করা হয় – ১৯৯০ সালে ।
Q.‘সমাজ ছাড়া মানুষের অস্তিত্ব অকল্পনীয়’ বলেছেন –রেমন্ট ।
Q.মনবিদ্ ওয়াটসনের মতে শিশুর আবেগ – তিনটি ।
Q.ব্রেইল পদ্ধতি আবিষ্কার করেন – ১৮২৯ সালে ।
Q.শৈশবকাল হল- ৫ থেকে ১২ বছর বয়স ।
Q.স্পিয়ারম্যানের তত্বটি সম্পূর্ণভাবে-গানিতিক যুক্তির ওপর প্রতিষ্ঠিত ।
Q.প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন – প্যাঁভলভ ।
Q.কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক হলেন – ফ্রয়েবেল ।
Q.সঞ্চালকমূলক পদ্ধতির প্রবর্তন করেন –
Q.স্বাধীনোত্তর ভারতে সর্ব প্রথম গঠিত উচ্চ শিক্ষা কমিশনটি হল- রাধাকৃষ্ণান কমিশন ।
Q.আত্মীয়সভা প্রতিষ্ঠান করেন – রাজা রামমোহন রায় ।
Q.ডঃ লক্ষণ স্বামী মুদালিয়রের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়েছিল – ১৯৫২-৫৩ সালে ।
Q.অবিন্যস্ত রাশিমালায় যে স্কোরটি বারবার আসে তাকে বলা হয়। বা, পুনরাবৃত্তির সংখ্যাকে কী বলা হয় – মোড ।
Q.একজন দক্ষ ব্রেইল পাঠক মিনিটে পাঠ করেন – ৬০ টি শব্দ ।
Q.কোঠারি কমিশন গঠিত হয় – ১৯৬৪ সালে ।
Q.বুদ্ধির একক হল – IQ .
 Q.ব্রেইল লেখা হয়- ৬টি বিন্দু দিয়ে ।
Q.গাণিতিক গড়কে বলে- মিন ।
Q.রামমোহনকে ভারত পথিক সম্মান জানিয়েছিলেন - রবীন্দ্রানাথ ঠাকুর ।
Q. ‘Ability of Man’ নামক গ্রন্থটির লেখক হলেন- স্পিয়ারম্যান ।
Q.শিশু শিক্ষাকে খেলাভিত্তিক করতে চেয়েছেন/শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কে – রুশো ।
Q.বিকলাঙ্গ শিশুদের প্রধানত ভাগ করা হয়- ২ ভাগে ।
Q.বর্তমান ভারতের শিক্ষা ব্যবস্থা সংবিধানের – যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত ।
Q.জাতীয় শিক্ষা কমিশন গঠিত হয়- ১৯৮৬ সালে ।
Q.ত্রিপুরায় বৃত্তিমূলক জাতীয় স্তরের একটি প্রতিষ্ঠানের নাম হল- TIT .
 Q. সংযোজনবাদের প্রবক্তা হলেন- থর্নডাইক ।
Q. ‘অকুপেশন’ প্রবর্তন করেন- ফ্রয়েবেল ।
Q.ভারত পথিক বলা হয়- রাজা রামমোহন রায়কে ।
Q.‘জীবিত ও মৃতের মধ্যে যে পার্থক্য, শিক্ষিত ও অশিক্ষিত ব্যক্তির মধ্যে সেই পার্থক্য বিদ্যমান – অ্যারিস্টটল ।
Q.আধুনিক শিক্ষার জনক হলেন- রুশো ।
Q.বিশ্বব্যাপী কম্পিউটারের সুসংগঠিত সংযোগ ব্যবস্থাকে বলে- WWW.
 Q.রাশিবিজ্ঞান হল- গণিতের একটি শাখা ।
Q.শিক্ষার সামগ্রিক সত্ত্বার পরিমাপকে বলা হয়- মূল্যায়ন ।
Q.নিরাপত্তার চাহিদা হল একটি - সামাজিক চাহিদা ।
Q.বেথুন কলেজ স্থাপিত হয় – ১৮৪৯ সালে ( as school,1879,as college)।
 Q.শিশুর প্রাক-প্রাথমিক শিক্ষার শিক্ষাকাল হল- শৈশব ।
Q.সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতা হল- মিন ।
Q.স্কিনারের পরীক্ষা ছিল- ইদুরের ওপর ।
Q.ভারতে IGNOU স্থাপিত হয়- দিল্লীতে ।
Q.সার্বজনীন অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে সংবিধানের – ৪৫ নং ধারায় ।
Q.বুদ্ধির গঠন সংক্রান্ত তত্ত্বের প্রবক্তা হলেন- গিলফোর্ড ।
Q.আধুনিক শিক্ষার লক্ষ্য হল- বা,শিক্ষার লক্ষ্য হওয়া প্রয়োজন – ব্যক্তি ও সমাজের উন্নয়নের মধ্যে সমন্বয়সাধন ।
Q.শিম্পাঞ্জিকে নিয়ে পরীক্ষা করেন- কোহলার ।
Q.‘‘যেখানে নারীরা সম্মানিত হয়, সেখানে ভগবান বাস করেন’’ –কথাটি বলেছেন – বিদ্যাসাগর ।
Q.কিন্ডারগার্টেন শব্দটির অর্থ – শিশু উদ্যান ।
Q.গান্ধিজি তাঁর শিক্ষা পরিকল্পনাটি প্রকাশ করেন – হরিজন পত্রিকায় ।
Q.প্রাথমিক শিক্ষাক্ষেত্রে কোন মত বৈষম্য রাখা চলবে না – এই সুপারিশ করেন – কোঠারি কমিশন ।
Q.ভারতে Polytechnic নামে কারিগরি বিদ্যালয় স্থাপিত হয়- ১৯৩৭ সালে ।
Q.“চরিত্র বলিষ্ঠ ও কর্মঠ করাই শিক্ষার প্রধান লক্ষ্য’’ – উক্তিটি করেন- রবীন্দ্রনাথ ।
Q.প্রকৃতিবাদের প্রবক্তা হলেন – রুশো ।
Q.ভারতের প্রথম শিক্ষা কমিশন- হান্টার কমিশন ।
Q.ওয়ার্ধা শিক্ষা সম্মেলন আহুত হয় – ১৯৩৭ ।
Q.মুদালিয়র কমিশন গঠিত হয়- ১৯৫২ ।
Q.সাধারণধর্মী শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন- জে, বি, কনান্ট ।
Q.নর্মাল স্কুল প্রতিষ্ঠা করেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
Q.ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়- রাজা রামমোহন রায় কে ।
Q.গান্ধিজি বুনিয়াদি শিক্ষা চালু করেছিলেন – ১৯৩৭ সালে ।
Q.বিবেকানন্দের মতে শিক্ষার মূল লক্ষ্য - সম্পূর্ণ মানুষ তৈরি করা ।